Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপনার বাঁচার কোনো পথ নেই— প্রধানমন্ত্রীকে আবদুস সালাম

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৪ ২০:১২

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালাম বলেছেন, আপনার বাঁচার কোনো পথ নেই, বাঁচতে চাইলে বেগম খালেদা জিয়ার কাছে মাফ চান, আপস করেন। তাহলেই আপনি বাঁচতে পারবেন।

মঙ্গলবার (২৮ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘যেভাবে খালেদা জিয়া প্রধানমন্ত্রীত্ব ছেড়ে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছিলেন, যদি দেশের মানুষকে ভালোবাসেন, গণতন্ত্রকে রক্ষা করতে চান এবং নিজেকেও রক্ষা করতে চান, তাহলে অনুরূপভাবে খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করুন।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পান। বেগম খালেদা জিয়াকে এক ঘণ্টার জন্য মুক্ত করে দিন। আর ওই এক ঘণ্টায় বেগম খালেদা জিয়া পল্টনে আসবেন, তখন দেখবেন ঢাকা শহরের কোনো মানুষ বাকি থাকবে না। দেখবেন জনগণ পুরো ঢাকা শহর অচল করে দেবে।’

আবদুস সালাম বলেন, ‘আওয়ামীলীগ যখনই ক্ষমতায় গেছে তখনই এদেশের গণতন্ত্রকে তছনছ করে দিয়েছে। তারা যখনই ক্ষমতায় গেছে লুটপাট করেছে, তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই মানুষ আতঙ্কিত হয়েছে, তারা যখনই ক্ষমতায় এসেছে এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে। ডামি নির্বাচনে রাতের ভোটে বিজয়ীরা লুটপাট-অপকর্মে জড়িয়েছে। এখন আলোচনায় আসছে আজিজ-বেনজীরের অপকর্ম-লুটপাটের বিষয়। এই আজিজ-বেনজীর কার সৃষ্টি? এটা তো তাদেরই (আওয়ামী লীগ) সৃষ্টি।’

তিনি বলেন ‘তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে না বরং তিনি নিজেই বীরের বেশে বাংলাদেশে দেশে ফিরবেন আসবেন অচিরেই। সরকারপ্রধান মিথ্যা কথা বলতে ভালোবাসেন। উন্নয়নের কথা ও বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখে ঈদের আননন্দ লাভ করেন প্রধানমন্ত্রী। তিনি বিএনপি নেতাদের কারাগারে রাখতে ভালোবাসেন। বেগম জিয়াকে সরকার অনেকদিন ধরে কারাবন্দি করে রেখেছেন। চিকিৎসা নিতে দিচ্ছে না তাকে। রোগে শোকে আছেন বেগম জিয়া। প্রতিহিংসা পরায়ণ হয়ে বেগম জিয়া ও তারেক রহমানকে নিয়ে নিয়মিত বিষোদগার করছেন শেখ হাসিনা।’

ঢাকা দক্ষিণ শ্রমিকদলের আহবায়ক সুমন ভূইয়ার সভাপতিত্বে, সদস্য সচিব বদরুল আলম সবুজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুল রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর