ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চরমোনাই পীরের আহ্বান
২৮ মে ২০২৪ ২২:৩২
ঢাকা: ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দলের নেতা-কর্মী সমর্থকদের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মঙ্গলবার (২৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘গতকাল দেশের উপকূলীয় এলাকার বিভিন্ন জেলায় প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বেশ কয়েকজনের মৃত্যু, অর্ধ কোটির কাছাকাছি মানুষ ক্ষতিগ্রস্ত, এক লাখ ৫০ হাজারের অধিক ঘর-বাড়ি বিধ্বস্ত, গবাদি পশুসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে মানুষ নানা সমস্যায় পতিত হয়েছে।’
মুফতি রেজাউল করীম বলেন, ‘আমি মহান রাব্বুল আল আমিনের কাছে দোয়া করছি, তিনি যেন ঘূর্ণিঝড় কবলিত সহায়-সম্বলহীন ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট সইবার ক্ষমতা দান করেন। উপকূলীয় অঞ্চলে মানুষের সুচিকিৎসা এবং ঘূর্ণিঝড়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষকে জরুরি ভিত্তিতে ত্রাণ-সামগ্রী বিতরণ, বিধ্বস্ত ঘর-বাড়ি নির্মাণসহ দুর্গত মানুষদের সহায়তা দিতে দেশের বিত্তবানসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’ সেই সঙ্গে উপকূলীয় মানুষের জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থার দাবি জানান।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মুফতি রেজাউল করীম।
সারাবাংলা/এজেড/একে