গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
২৮ মে ২০২৪ ২৩:৪৯
গাজীপুর: মহানগরীর কাশিমপুর এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে কাশিমপুরে মোল্লা মার্কেটের পাশে একটি ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানায়, হঠাৎ রাতে ঝুটের গুদামে ধোঁয়া দেখতে পান তারা। কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকে। তখন ফায়ার সার্ভিসে খবর পাঠায় স্থানীয়রা।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘মঙ্গলবার রাতে একটি ঝুটের গুদামে আগুনের সংবাদ পাই। এ সময় সারাব ফায়ার স্টেশনের দু’টি ইউনিট কাজ চালাতে থাকে। পরে আগুনের তীব্রতা বাড়ায় ডিবিএল ফায়ার স্টেশনের একটি ইউনিটসহ তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সারাবাংলা/পিটিএম