Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৪ ১৭:৩৫ | আপডেট: ২৯ মে ২০২৪ ২০:৪১

পটুয়াখালী: ঘূর্ণিঝড়কবলিত এলাকা পরিদর্শন করতে বৃহস্পতিবার (৩০ মে) পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৯ মে) পটুয়াখালী জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম বলেন, ঘূর্ণিঝড় রেমালকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়াতে বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আসবেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ঘুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। এরপর স্থানীয় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে জনসভা করবেন। সেখানে প্রাথমিকভাবে ঝড়ে ক্ষতিগ্রস্ত দুই মানুষের হাতে সাহায্য তুলে দেবেন তিনি। এরপর কলেজ মাঠে সমাবেত জনতার উদ্দেশে ভাষণ দিবেন।

এক যুগ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পটুয়াখালী সফরে উৎফুল্ল এলাকাবাসী। জনসভাস্থল সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠ প্রস্তত করা হচ্ছে। মাঠের কাজে তদারকি করছেন গোয়েন্দা সংস্থাসহ জেলা ও কলপাড়া উপজেলা প্রশাসন। এ ছাড়া জনসভা সফল করতে মাঠে তৎপর আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো উপজেলা। সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে সরকারের সকল গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুন-

রেমাল: পটুয়াখালীতে দুই দিনে ৩ প্রাণহানি, ২৮ কোটি টাকার ক্ষতি

সারাবাংলা/ইআ

ঘূর্ণিঝড় রেমাল টপ নিউজ পটুয়াখালী সফর প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর