Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলারোয়ায় নির্বাচনি সহিংসতায় আহত ১, আটক-৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৪ ১৭:৩১

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এক প্রার্থীর সমর্থকদের হামলায় প্রতিপক্ষের এক সমর্থক আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া বয়ারডাঙ্গায় নির্বাচনে সহিংসতা তৈরির অভিযোগে আরও একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ মে) দুপুরের দিকে এসব ঘটনা ঘটে। কলারোয়ায় হামলায় আহত নূরুল ইসলাম কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অন্যদিকে আটক তিনজন হলেন— সুলতানপুর গ্রামের আরিফুল ইসলাম, বাঁধন হোসেন ও আকাশ হোসেন এবং বয়ারডাঙ্গা গ্রামের সাঈদ হোসেন।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান জানান, ঘোড়া প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম লাল্টুর সমর্থক নুরুল ইসলাম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বসেছিলেন। এ সময় আনারস প্রতীকের প্রার্থী এস এম আলতাপ হোসেনের সমর্থক আরিফুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশের কাছে তাদের বিরুদ্ধে নালিশের অভিযোগ এনে নজরুল ইসলামের ওপর হামলা চালান।

গুরুতর আহত অবস্থায় নজরুলকে হাসপাতালে নেওয়া হয়। সহিংসতা ঘটানোর অভিযোগে ঘটনাস্থল থেকে আরিফুলসহ তিনজনকে আটক করা হয়। অন্যদিকে বয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার অভিযোগে পুলিশ সাঈদ হোসেন নামের একজনকে আটক করেছে।

এ দিন সাতক্ষীরার কলারোয়া ছাড়াও সদর উপজেলায় ভোট হচ্ছে। কলারোয়ায় ৭৮টি ও সদরে ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০টি। সদরে চেয়ারম্যান পদে পাঁচজন ও কলারোয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

অন্যদিকে সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শামস ইশতিয়াক শোভন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোহিনুর ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। তবে কলারোয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সারাবাংলা/টিআর

উপজেলা নির্বাচন নির্বাচনি সহিংসতা সাতক্ষীরা


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর