Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে এখন সবুজ কারখানা ২১৮টি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৪ ১৯:৩২

ঢাকা: সবুজ কারখানার (গ্রিন ফ্যাক্টরি) তালিকায় অন্তর্ভুক্ত হলো আরও একটি পোশাক কারখানা। এ নিয়ে দেশে এখন সবুজ কারখানার সংখ্যা দাঁড়াল ২১৮টি। নতুন করে যুক্ত হওয়া সবুজ কারখানাটি হচ্ছে কেসি জেকেট ওয়ার কোম্পানি।

বুধবার (২৯ মে) পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি) গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সার্টিফিকেশন দিয়ে থাকে। গেল বছর ২০০ সবুজ কারখানার মাইলফলক অর্জন করে বাংলাদেশ। এর মধ্য দিয়ে দেশের পোশাক খাতও নতুন মাইলফলক স্পর্শ করে। আর এ বছর এখন পর্যন্ত ১২টি পোশাক কারখানা সবুজ কারখানার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে আটটি প্লাটিনাম এবং চারটি গোল্ড ক্যাটাগরির।

ইউএসজিবিসির তথ্য মতে, দেশে এখন সবুজ কারখানা ২১৮টি। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরির ৮৪টি, গোল্ড ১২০টি, সিলভার ১০টি ও সার্টিফাইড ক্যাটাগরির চারটি। এ ছাড়া, ৫৫০টির বেশি কারখানা গ্রিন ফ্যাক্টরি হতে রেজিস্ট্রেশন বা পাইপলাইনে রয়েছে।

উল্লেখ্য, সবুজ কারখানার তালিকায় বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

টপ নিউজ সবুজ কারখানা


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সালমান শাহ্‌কে হারানোর ২৮ বছর
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৪

সম্পর্কিত খবর