আস্থা আইটিতে বিনিয়োগ করেছে ফকির ফ্যাশন
২৯ মে ২০২৪ ২০:২৬
ঢাকা: তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার খাতে দেশের শীর্ষ স্থানীয় পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘আস্থা আইটি’তে বিনিয়োগ করেছে পোশাক খাতের প্রতিষ্ঠান ফকির ফ্যাশন লিমিটেড।
মঙ্গলবার (২৮ মে) রাতে গুলশানের সিক্স সিজন হোটেলে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। আস্থার আইটির সিইও হাসনাইন রিজভী রহমান ও ফকির ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এই চুক্তির ফলে আস্থা আইটি থেকে বিভিন্ন সেবা নেবে ফকির ফ্যাশন। একইসঙ্গে আস্থা আইটি পরিচালনার দায়িত্বেও থাকবে ফকির ফ্যাশন। বিনিয়োগ পাওয়ায় আস্থা আইটি তাদের সেবা সম্প্রসারণে আরও এক ধাপ এগিয়ে যাবে। তবে মঙ্গলবারের রাতের ওই অনুষ্ঠানে আস্থা আইটিতে ফকির ফ্যাশনের বিনিয়োগের পরিমাণ জানানো হয়নি।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, সংগঠটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম রাশিদুল হাসান ও বিকেএমইএ’র ভাইস প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম