Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের আগে তিন ফরম্যাটেই শীর্ষস্থান হারালেন সাকিব

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২৪ ২১:৪৫

তিন ফরম্যাটেই অলরাউন্ডারের শীর্ষস্থান হারালেন সাকিব

টেস্টে শীর্ষস্থান হারিয়েছিলেন আগেই। ওয়ানডেতেও কিছুদিন আগে সাকিব আল হাসানকে হটিয়ে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। এবার টি-২০ ফরম্যাটেও শীর্ষস্থান খোয়ালেন সাকিব। টি-২০ বিশ্বকাপের আগে প্রকাশিত র‍্যাংকিংয়ে তিন ফরম্যাটেই অলরাউন্ডারের শীর্ষস্থান হারিয়েছেন সাকিব।

বেশ কয়েক সপ্তাহ ধরেই শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গার সাথে যৌথভাবে টি-২০তে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ছিলেন সাকিব। গত কয়েক সিরিজে খুব একটা ভালো ফর্মে নেই সাকিব। আজ প্রকাশিত নতুন র‍্যাংকিংয়ে তাকে ছাড়িয়ে গেছেন হাসারাঙ্গা। ২২৮ রেটিং নিয়ে শীর্ষে আছেন হাসারাঙ্গা, ২২৩ রেটিংয় দ্বিতীয় স্থানে নেমে গেছেন সাকিব।

বিজ্ঞাপন

ওয়ানডেতে ৩২০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষেই আছেন নবী। ২৯২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব। টেস্টে ৪৪৪ রেটিং নিয়ে শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। ৩৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আরেক ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন। ৩১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন সাকিব।

এদিকে সাকিব পেছালেও ব্যাটারদের মাঝে টি-২০ র‍্যাংকিংয়ে উপরের দিকে উঠেছে তাওহিদ হৃদয়। ১২ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠেছে হৃদয়। তানজিদ তামিম উঠে এসেছেন ৮৪ নম্বরে।

বোলারদের মাঝে এগিয়েছেন স্পিনার রিশাদ হোসেন। ৩৮ ধাপ এগিয়ে ৫২তম স্থানে আছেন তিনি। ২৩ স্থানে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান।

সারাবাংলা/এফএম

অলরাউন্ডার টপ নিউজ টি-২০ বিশ্বকাপ ২০২৪ র‍্যাংকিং সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর