বিএনপি হাজার বছর টিকে থাকবে: মির্জা আব্বাস
২৯ মে ২০২৪ ২১:৫৬
ঢাকা: বিএনপি হাজার বছর টিকে থাকবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার (২৯ মে) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনসিটিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই আওয়ামী লীগকে লাইসেন্স দিল রাজনীতি করার। আর সেই লাইসেন্স নিয়ে আজ মেলা কথা বলছে। কার সমন্ধে ওই জিয়াউর রহমান সমন্ধে, কার সমন্ধে বেগম খালেদা জিয়ার সমন্ধে, কার সমন্ধে তারেক রহমানের সম্বন্ধে। তারা ভেবেছিল, জিয়াউর রহমানকে হত্যা করলে বিএনপি আর থাকবে না।’
‘কিন্তু বিএনপি আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাল ধরেছেন, বিএনপি টিকে আছে। এখন তারেক রহমান হাল ধরেছেন, বিএনপি টিকে থাকবে হাজার বছর। এই দলকে কেউ ধবংস করতে পারবে না। আর এই দল ধবংস করার কেউ নেই। এই দল না থাকা মানে এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিদেশে প্রভুদের কাছে বিকিয়ে দেওয়া। সুতরাং, বিএনপিকে টিকে থাকতে হবে, বিএনপির প্রতিটি কর্মীকে টিকে থাকবে, এদেশের মানুষকে টিকে থাকতে হবে’— বলেন মির্জা আব্বাস।
সভাপতির বক্তব্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি আন্দোলন করে যাচ্ছে। কোথায় সেই ছাত্রদল, কোথায় তরুণরা। আশা করব আপনারা এখানে যারা ছাত্র আছেন, একাত্তরের কথা স্মরণ করে মাঠে নামবেন। বিএনপি ডাকে রাজপথে নেমে আমরা এই লুটেরার দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব।’
তিনি বলেন, ‘আমাদের মধ্যে কেউ কেউ অনেক হতাশ। আওয়ামী লীগ বোধ হয় টিকেই গেল। ভাইরে এই চোরদের দল, যেখানে সেনাপ্রধান, পুলিশপ্রধান চোর, দুর্নীতিবাজ। এদের সরকার যদি টিকে থাকে তাহলে সভ্যতার ইতিহাস, প্রগতির ইতিহাস মিথ্যে হয়ে যাবে। অতএব নিশ্চিন্ত থাকুন, বিএনপি বাংলাদেশের জনগণের একমাত্র ভরসা। আমরা জিয়াউর রহমানের আদর্শধারী সেই পতাকা বহন করে আমরা ইনশাল্লাহ ক্ষমতায় যাব। বেগম খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবেন। আমরা এ দেশকে মুক্ত করতে চাই, দুর্নীতিবাজ-দুর্বত্তদের হাত থেকে মুক্ত করতে চাই। আপনারা সবাই প্রস্তুত থাকেন।’
দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, অধ্যাপক মামুন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
সারাবাংলা/এজেড/পিটিএম