Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ৬ মাইক্রোফাইন্যান্সের ৫ লাখ গ্রাহকের লেনদেন বিকাশে

সারাবাংলা ডেস্ক
২৯ মে ২০২৪ ২২:১৫

দেশের আরও ছয়টি মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের পাঁচ লাখেরও বেশি গ্রাহকের ক্ষুদ্র ঋণের কিস্তি পরিশোধ ও সঞ্চয়ের টাকা জমা দেওয়া সহজ, দ্রুত ও নিরাপদ হলো বিকাশে। এ লক্ষ্যে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস), দিশা, সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু), পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে), উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস) ও বাংলাদেশ ফেলোশিপ ফাউন্ডেশনের (বিএফএফ) সঙ্গে চুক্তি সই করেছে বিকাশ।

বিজ্ঞাপন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ আলাদা আলাদা চুক্তিতে সই করেন। এসএসএসের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মাহাবুবুল হক ভূইয়া, দিশর প্রধান নির্বাহী মো. সহিদ উল্লাহ, সেতুর উপপরিচালক (মানবসম্পদ) মির্জা সাকিফ হোসেন, পিবিকের ডেপুটি প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদা শামস, ইউডিপিএসের প্রধান নির্বাহী এ এফ এম আখতার উদ্দিন ও বিএফএফের নির্বাহী পরিচালক জন দাস চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এই চুক্তির ফলে প্রতিষ্ঠানগুলোর গ্রাহকরা এখন বিকাশ অ্যাপের মাইক্রোফাইন্যান্স আইকনে ট্যাপ করে অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে মাইক্রোফাইন্যান্স পেমেন্ট অপশন থেকে সহজ কয়েকটি ধাপে ঋণের কিস্তি পরিশোধ ও সঞ্চয়ের টাকা জমা দিতে পারছেন।

মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের পেমেন্ট আদায় প্রক্রিয়াকে আরও সহজ ও ডিজিটাল করার জন্য আধুনিক ও গ্রাহকবান্ধব এই সল্যুশন নিয়ে এসেছে বিকাশ। এর ফলে একদিকে যেমন গ্রাহকদের ঋণ ও সঞ্চয়ের টাকা পাঠানো নিরাপদ ও নিশ্চিন্ত হয়েছে, অন্যদিকে প্রতিষ্ঠানগুলোর জন্যও ঋণ আদায় ও সঞ্চয়ের অর্থ সংগ্রহ ব্যবস্থাপনা আরও সহজ এবং সময়সাশ্রয়ী হয়েছে।

সারাবাংলা/টিআর

চুক্তি সই বিকাশ মাইক্রোফিন্যান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর