Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৪ ১৮:০৯

দিনাজপুর: দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টায় বিএসএফের-৬১ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী কমল ভগতের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল হিলি সীমান্তের শূন্য রেখায় প্রবেশ করেন। এসময় জয়পুরহাট ২০বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল নাহিদ নেওয়াজ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে সীমান্তের আইসিপি গেটে বিজিবির পোস্টে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই বাহিনীর মাঝে সম্পর্ক আরও জোরদার করা, মাদক, নারী ও শিশু পাচার, চোরাচালান সীমান্ত হত্যা বন্ধসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে ঘণ্টাব্যাপী বৈঠক চলে।

সারাবাংলা/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর