Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৪ ১৯:৫৫

নওগাঁ: জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নে ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আনিছুর রহমান (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বদলগাছী-নওগাঁ সড়কের ধর্মপুর আলিম মাদরাসা গেটসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিছুর গোয়ালভিটা গ্রামের মোস্তফার ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

স্থানীয়রা জানান, আনিছুর তার বাড়ির সিদ্ধ করা ধান শুকানোর জন্য রাস্তার পাশে মো. মতিউর মাস্টারের নতুন বিল্ডিং এর ছাদে উঠতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

বিদ্যুৎস্পৃষ্ট ভ্যানচালক মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর