ময়মনসিংহে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন
২৯ মে ২০২৪ ২২:৩১
ময়মনসিংহ: নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে আন্তর্জাতিক জাতিসংঘ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি হয়েছে, হয়েছে আলোচনা সভা।
বুধবার (২৯ মে) সকালে নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে ঘাটাইল অঞ্চলের উদ্যোগে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশন কমান্ডিং অফিসার ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান।
পরে শান্তিরক্ষী দিবসের র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসের আলোকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান বলেন, বর্তমানে বাংলাদেশ সর্বোচ্চ সেনাসদস্য প্রেরণকারী দেশ হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রেখে যাচ্ছে।
সারাবাংলা/টিআর