‘বড় ভাই’ পরিচয়ে ছিনতাই, গ্রেফতার ৭
৩০ মে ২০১৮ ১৫:৩৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম ব্যুরো: ছিনতাইয়ের অভিযোগে চট্টগ্রাম নগরীতে সাত যুবককে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। এরা বিভিন্ন এলাকায় নিজেদের ‘বড় ভাই’ পরিচয় দিয়ে ছিনতাই করে বলে জানিয়েছে পুলিশ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সারাবাংলাকে বলেন, ‘ছিনতাইকারী চক্রটির টার্গেট হচ্ছে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্ররা। সাধারণত স্কুল-কলেজ কিংবা কোচিং সেন্টার থেকে বের হওয়া একজন কিংবা দুই-তিনজন ছাত্রকে একসঙ্গে দেখলে ধমক দিয়ে তাদের দাঁড় করায়। এরপর কখনও কারও মোবাইল নিয়ে নেওয়া কিংবা কখনও তাদের দেখলে সালাম না দেওয়ার অজুহাত তুলে একটা পরিস্থিতির সৃষ্টি করে। এরপর চড়-থাপ্পড় দিয়ে মোবাইল-টাকা কেড়ে নেয়।’
গতকাল মঙ্গলবার (২৯ মে) রাতে তাদের নগরীর তিন পুলের মাথা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া সাতজন হলো- গোলাম রসুল সানি (২২), জেবিন (২৮), মো. শহিদুল ইসলাম সেন্টু (৩০), নাঈম হোসেন (২০), আবু হেনা রনিক (২২), আক্তার হোসেন মামুন (২০) এবং সাব্বির খন্দকার (২০)।
তাদের কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।
সারাবাংলা/আরডি/এমও