১০ জুনের মধ্যে বোনাস চান জাহাজভাঙা শ্রমিকরা
৩১ মে ২০২৪ ১৮:২২ | আপডেট: ৩১ মে ২০২৪ ১৮:২৯
চট্টগ্রাম ব্যুরো: ১০ জুনের মধ্যে ঈদুল আজহার বোনাস দাবি করেছে ‘জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম’। শুক্রবার (৩১ মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে ফোরামের আহ্বায়ক শ্রমিকনেতা তপন দত্ত বলেন, ‘শ্রম বিধিমালা অনুযায়ী জাহাজ ভাঙ্গা শ্রমিকরা ঈদুল আজহা উপলক্ষে মূল বেতনের সমপরিমাণ উৎসব বোনাস, মে মাসের পূর্ণ বেতন এবং জুন মাসের আংশিক বেতন প্রাপ্য। ১০ জুনের মধ্যে শ্রমিকদের প্রাপ্য দেওয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরকে বিষয়টি নজরে রাখার অনুরোধ করছি।’
তিনি আরও বলেন, ‘জাহাজভাঙা শ্রমিকরা যে মজুরি পায় তা দিয়ে তাদের জীবিকা চলে না। ২০১৮ সালে ঘোষিত নিম্নতম মজুরি এখনো বাস্তবায়িত হয়নি। অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠন করে জাহাজভাঙা শ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ২০ হাজার টাকা ঘোষণা করতে হবে।’
এছাড়া মানববন্ধন থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল শ্রমিকের জন্য ন্যায্যমূল্যে রেশনিং ব্যবস্থা প্রণয়নে বাজেটে পর্যাপ্ত বরাদ্দের দাবি জানানো হয়েছে।
ফোরামের সদস্য সচিব ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় মানববন্ধনে যুগ্ম আহ্বায়ক এ এম নাজিম উদ্দিন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল, শ্রমিক লীগ নেতা মাহাবুবুল আলম, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নুরুল আবসার, জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের কোষাধ্যক্ষ রিজওয়ানুর রহমান খান, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক রবিউল হক শিমুল, বাংলাদেশ মেটাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. আলী, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে এম শহিদুল্লাহ, জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আহ্বায়ক মানিক মণ্ডল বক্তব্য রাখেন।
সারাবাংলা/আরডি/এমও