Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে নর্দমার ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৪ ২১:২৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নর্দমার ভেতর থেকে এক যুবকের প্রায় গলিত লাশ উদ্ধার হয়েছে। পেশায় ট্রাক চালকের সহকারী ওই যুবকের কিভাবে মৃত্যু হয়েছে সেটা খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার (৩১ মে) বিকেলে নগরীর হালিশহর থানার টোল রোড এলাকায় কর্ণফুলী গ্যারেজসংলগ্ন একটি ড্রেনে নর্দমার স্তূপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত আবদুল্লাহ আল আমিনের (২২) বাড়ি নোয়াখালী জেলায় বলে পুলিশ জানিয়েছে।

নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ান সারাবাংলাকে জানান, টোল রোডের পাশে পানির চলাচলের ড্রেনে নর্দমার মধ্যে লাশটি পড়ে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেটি উদ্ধার করা হয়েছে। কালো রঙের টি-শার্ট ও জিন্স প্যান্ট পরা অবস্থায় যুবককে পাওয়া গেছে। সুরতহালে তার শরীরে কিছু দাগ দেখা গেছে। তবে কিসের দাগ সেটা নিশ্চিত করা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে উপ পুলিশ কমিশনার নিহাদ আদনান বলেন, ‘কর্ণফুলী গ্যারেজে লরি, কাভার্ডভ্যানসহ ভারি যানবাহন মেরামত করা হয়। গত ২৯ মে রাত ৮টা-সাড়ে ৮টার দিকে একটি লরি গ্যারেজে ঢোকার সময় বের হতে যাওয়া একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ট্রাকটি প্রায় উল্টে ড্রেনের ওপর গিয়ে পড়ে। এতে ট্রাকের চালক সামান্য আহত হন।’

‘মৃত আল আমিনও অন্য ট্রাকের চালকের সহকারী হিসেবে কাজ করেন। আমাদের ধারণা, আল আমিন তখন সেখানে ছিলেন। লরির ধাক্কায় উল্টে যাওয়া ট্রাকের চাপার মধ্যে পড়ে তার মৃত্যু হয়েছে। গ্যারেজের লোকজনও বিষয়টি হয়তো বুঝতে পারেননি। আজ (শুক্রবার) লাশ পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর স্থানীয় লোকজন বিষয়টি টের পান।’

বিজ্ঞাপন

এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গ্যারেজ মালিক ও দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে উপ পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান।

সারাবাংলা/আরডি/এমও

উদ্ধার চট্টগ্রাম নর্দমা যুবকের লাশ যুবকের লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর