বশেমুরবিপ্রবি’র আবাসিক হল যেন ময়লার ভাগাড়!
১ জুন ২০২৪ ০৮:০৫
বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ রেহেনা হল পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ছাত্রীদের দুই হলে সরজমিনে গিয়ে দেখা যায়, আর্বজনা পড়ে রয়েছে যত্রতত্র এবং এসব আর্বজনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ।
বিশেষ করে শেখ রেহানা হলের অভ্যন্তরে আর্বজনা জমে থাকতে দেখা গেছে। যা থেকে হলের অভ্যন্তরেও ছড়াচ্ছে দুর্গন্ধ।
শিক্ষার্থীরা জানান, তাদের হলে রয়েছে নানা জটিলতা। ময়লা-আবর্জনা দুর্গন্ধের পাশাপাশি রয়েছে খাবার পানির সমস্যা। এজন্য তাদের অনেক বেশি ভোগান্তি পোহাতে হয়। বেশিরভাগ সময়ই পানি থাকে না। বৃষ্টির সময়ে হলের রাস্তায় পানি জমে যায় এবং হাঁটাচলার মতো অবস্থাও থাকে না।
নাম প্রকাশে অনিচ্ছুক শেখ রেহানা হলের এক শিক্ষার্থী বলেন, ‘হলে নিয়মিত এখন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় না। দুইদিন পর পর পরিস্কার করার কথা থাকলেও সপ্তাহে একদিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। যার ফলে নোংরা বাথরুম, বেসিন ব্যবহার করতে হয়। এছাড়া হলের অন্যান্য ময়লা থেকে খুব বাজে দুর্গন্ধ ছড়ায়।’
নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের আবাসিক আরেক শিক্ষার্থী জানান, ‘বাথরুমগুলো ব্যবহারের অযোগ্য। ঠিকমতো পরিষ্কার-পরিচ্ছন্ন না করার জন্য দুর্গন্ধ ছড়ায় ও ব্যবহার অনুপযোগী।’
শেখ রেহানা হলের প্রভোস্ট সামসুননাহার পপি বলেন,‘ হলে বিল্ডিং কন্সট্রাকশনের কাজ চলাতে হলগুলো দ্রুত নোংরা হয়ে যাচ্ছে। হলগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। হলের মেয়েগুলো নিজেরাই ময়লা-আর্বজনা ফেলে নিজেরাই হলগুলো অপরিষ্কার করে। ক্লিনারদের আমি বলে দিয়ছি যাতে করে ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করে।’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট মানসুরা খানম বলেন, ‘ময়লাগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। তবে বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনার দেওয়া হয়েছে মাত্র দু জন, যার কারণে হল পরিষ্কার করতে তাদের বেশ হিমশিম খেতে হয়। এ বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের এস্টেট দফতকে অবগত করেছি।’
বিশ্ববিদ্যালয়ের এসেস্ট অফিসার সৈয়দ আনিসুর সাদেক বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লিনার সংকট রয়েছে। প্রতিটি হলে দুজন করে ক্লিনার রয়েছে এবং বিজয় দিবস হলে একজন ক্লিনার রয়েছে। আপাতত ক্লিনার নিয়োগ বন্ধ রয়েছে। তবে আমরা দ্রুত বিকল্পভাবে চিন্তা করছি ক্লিনার স্বল্পতা পূরণ করার জন্য। এ বিষয় উপাচার্যকে জানানো হবে।’
সারাবাংলা/এমও
আবাসিক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বশেমুরবিপ্রবি ময়লার ভাগাড়