‘ভয়ংকর’ ফাইনাল জিতেই ইতিহাস গড়তে চান আনচেলত্তি
১ জুন ২০২৪ ০৯:০৮
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সবচেয়ে সফল দল তারা। রেকর্ড ১৪ বার শিরোপা জিতে সবার ধরাছোঁয়ার বাইরেই আছে রিয়াল মাদ্রিদ। নিজেদের ছাড়িয়ে গিয়ে রেকর্ড ১৫তম শিরোপার লক্ষ্যে আজ ওয়েম্বলিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। ফাইনালের আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, ফাইনাল ম্যাচ মানেই ‘ভয়ংকর’। তবে সেই বাধা পেরিয়ে ইতিহাস গড়েই শিরোপা জিততে চায় রিয়াল।
টুর্নামেন্টজুড়ে দাপট দেখিয়েই ফাইনালে পৌঁছে গেছে রিয়াল। ১৫তম শিরোপার পথে রিয়ালের সামনে বাধা জার্মান ক্লাব ডর্টমুন্ড। বুন্দেসলিগায় পঞ্চম হলেও চ্যাম্পিয়নস লিগে সবাইকে চমকে দিয়েই ফাইনালে উঠেছে ক্লাবটি। রিয়ালের সামনে তাই আজ কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।
রিয়াল কোচ আনচেলত্তিও বলছেন, ফাইনাল মানেই তার কাছে ভয়ংকর একটি অভিজ্ঞতা, ‘ফাইনাল তো ফাইনালই। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ভয়ংকর ম্যাচ। ম্যাচটা উপভোগ করতে হবে। তবে ফলাফল যেন খারাপ না হয় সেটার চিন্তা তো থাকবেই। চ্যাম্পিয়নস লিগ জয়ের এত কাছে গিয়ে সেটা হাতছাড়া করতে চাইবে না কেউ। হারের ভয় কাজ করলেই কেবল জয়ের উল্লাসটা উপভোগ করা সম্ভব।’
ফাইনালের আগে অবশ্য একটা বড় ধাক্কা খেয়েছে রিয়াল। কোয়ার্টারে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয়ের নায়ক ও এই মৌসুমে রিয়ালের নিয়মিত কিপার লুনিনকে পাচ্ছে না রিয়াল। থিবু কোর্তোয়াকেই তাই দেখা যাবে একাদশে, নিশ্চিত করেছেন আনচেলত্তি, ‘লুনিনের ফ্লু হয়েছে, তাই সে অনুশীলন করতে পারেই। সে দলের সাথে থাকবে। তবে কোর্তোয়াকেই মাঠে নামাবো।’
রিয়ালের হয়ে রেকর্ড ষষ্ঠ চ্যাম্পিয়নস লিগ জেতার অপেক্ষায় আছেন লুকা মদ্রিচ, দানি কারভাহাল ও নাচো ফার্নান্দেজ। এই জয়ে তারা ক্লাব কিংবদন্তি পাকো গেন্তোর ছয় চ্যাম্পিয়নস লিগ জয়ের রেকর্ডও ছুঁয়ে ফেলবেন। আনচেলত্তি বিশ্বাস করেন, অবিশ্বাস্য এই রেকর্ড এই ফাইনালেই ছোঁবেন তারা, ‘এটা অবিশ্বাস্য একটি ব্যাপার। তবে আমরা এটার খুব কাছে পৌঁছে গিয়েছি। আশা করি ফাইনালে দল হিসেবে তারা ভালো খেলবে। ছয়টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা দারুণ একটি ব্যাপার।’
সারাবাংলা/এফএম
কার্লো আনচেলত্তি চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল টপ নিউজ বরুশিয়া ডর্টমুন্ড রিয়াল মাদ্রিদ