Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেইলিবারি ভালুকায় শুরু হচ্ছে ইন্টারন্যাশনার স্টুডেন্ট কনফারেন্স

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুন ২০২৪ ১৯:৫২

ঢাকা: দেশের একমাত্র আন্তর্জাতিকমানের ব্রিটিশ বোর্ডিং স্কুল চেইন হেইলিবারি ভালুকা একটি সম্পূর্ণ আবাসিক পরিবেশে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সঙ্গে পাঁচ দিনব্যাপী ’এমআইটি লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স’ আয়োজন করতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির এজারটন সেন্টারের সহযোগিতায় আগামী ১১ থেকে ১৫ জুন ময়মনসিংহ-এর ভালুকায় হেইলিবারি ভালুকার স্থায়ী সুবিশাল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এই কনফারেন্স।

বিজ্ঞাপন

শনিবার (১ জুন) দুপুর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে হেইলিবারি ভালুকার ফাউন্ডিং হেডমাস্টার সাইমন ও গ্রেডি জানান, বিশ্বের নম্বর ওয়ান বিশ্ববিদ্যালয় এমআইটি এবং হেইলিবারি ভালুকার এই যৌথ অগ্রণী উদ্যোগ শিক্ষার্থীদের নতুন কিছু শেখা এবং অভিজ্ঞতা তৈরিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

সাইমন ও গ্রেডি আরও বলেন ‘বিশ্বের নাম্বার ওয়ান বিশ্ববিদ্যালয় এমআইটি-কে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। আট হাজার মাইল পথ পাড়ি দিয়ে এমআইটি’র ফ্যাকাল্টি মেম্বার এবং গ্র্যাজুয়েটরা আসছে হেইলিবারি ক্যাম্পাসে। তারা যে বাংলাদেশে এ ধরনের একটি আন্তর্জাতিক স্টুডেন্ট কনফারেন্স করতে আগ্রহ দেখিয়েছে এ জন্য আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

এমআইটি লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্সে এমআইটির চার জন ফ্যাকাল্টি মেম্বারসহ ছয়জন এমআইটি গ্র্যাজুয়েট-এর তত্ত্বাবধানেই ইঞ্জিনিয়ারিং এবং উদ্ভাবনী শক্তিকে উন্নত স্তরে প্রসারিত করা এবং একটি কার্যকর সমাধানের লক্ষে পৌছে দেওয়াসহ বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করতে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্য থেকে নির্বাচিত ১১-১৪ বছর বয়সী ১০০ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আন্ডার ওয়াটার রোবোটিক্স, এআই-পওয়ারড হুইলচেয়ার এবং হ্যান্ডহেল্ড পলুউশন ম্যাপিং ডিভাইসসহ বিভিন্ন উদ্ভাবনী মূলক কার্যক্রমের সাথে পরিচিত হতে পারবে এবং সেগুলোর পরিচালনা সম্পর্কেও জ্ঞান অর্জন করতে পারবে। এছাড়াও বিখ্যাত হ্যারি পটার সিরিজের আন্ডার ওয়াটার হ্যারি পটার কুইডিচ প্রতিযোগিতায় অংশ নেওয়ার একটি অনন্য সুযোগ থাকছে অংশগ্রহণকারীদের জন্য।

কনফারেন্সের শেষ দিনে অংশগ্রহণকারীদের সবাইকে এমআইটির এজগারটন সেন্টারের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।

উল্লেখ্য, গত অক্টোবরে বাংলাদেশে প্রথম শতভাগ আবাসিক সুবিধাসহ আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে হেইলিবারি ভালুকা। যুক্তরাজ্যের ১’শ ৬৪ বছরের ঐতিহ্যবাহী শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হেইলিবারি কলেজ ইউকে ও বাংলাদেশের বেস্ট সার্ভিসেস লিমিটেডের যৌথ উদ্যোগে দেশে এ স্কুলের কার্যক্রম চলবে।

স্কুলটির প্রধান লক্ষ্য কল্যাণ ও বিশ্বমানসিকতার মাধ্যমে শিক্ষার্থীদের এশিয়া অঞ্চলের সেরা হিসেবে গড়ে তোলা। আগামী আগস্টে হেইলিবারি ভালুকায় ক্লাস শুরু হবে। ভর্তি প্রক্রিয়া চলমান রয়েছে।

সারাবাংলা/জিএস/একে

আন্তর্জাতিক সম্মেলন হেইলিবারি ক্যাম্পাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর