Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমার জাতিগত নিধন করছে: তুরস্ক প্রধানমন্ত্রী


২০ ডিসেম্বর ২০১৭ ১৩:০৩

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, কক্সবাজার

মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনকে জাতিগত নিধন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো এবং নিরাপদে বসবাসের জন্য আন্তর্জাতিক সকল মহলকে একযোগে কাজ করা জরুরি।

এর আগে তুরস্কের প্রধানমন্ত্রী বুধবার বেলা ১১টার পরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে যান। তিনি সেখানে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন এবং ২ টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করে। রোহিঙ্গা ক্যাম্পে তিনি নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন। এরপর কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে খাবার বিতরণ করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ বিভিন্ন কর্মকর্তারা।

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি এলদেরিম দুই দিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকায় এসে পৌঁছন। মঙ্গলবার সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ ছাড়াও তিনি ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন ও শ্রদ্ধা নিবেদন করেন। জাদুঘরের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। ওইদিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রীর বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সারাবাংলা/ওএফ/আরসি/এমএ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর