Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
১ জুন ২০২৪ ২১:১৬

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের কেন্দ্রীয় গ্যালারিতে বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুন) এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় চরম অনিয়ম, জালিয়াতি ও কারচুপিপূর্ণ বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি নির্বাচন-২০২৩ এর ফলাফল অগ্রহণযোগ্য ও বাতিল বলে ঘোষণা করা হয়। একইসঙ্গে গত মে ১১ অসাংবিধানিক অনলাইন এজিএমের মাধ্যমে এজেন্ডা বহির্ভূতভাবে ঘোষিত কমিটি অবৈধ বলে সাধারণ সভা সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞাপন

সাধারণ সভায় বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি পরিচালনার জন্য ৫১ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে।

সাধারণ সভার সিদ্ধান্ত অনুসারে, এডহক কমিটি সোসাইটির কার্যালয়, স্থাবর/অস্থাবর সম্পদ, ব্যবস্থাপনা, সোসাইটির জার্নাল ও উদ্ভিদ বার্তা প্রকাশ; অর্থাৎ এই এডহক কমিটি নিয়মিত কমিটির সব দায়িত্ব পালন করবে।

এডহক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. রাখহরি সরকার। সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষা সচিব এন আই খান, অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার, অধ্যাপক ড. শহিদুল আলম, , অধ্যাপক ড. আবুল খায়ের, অধ্যাপক ড মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া, অধ্যাপক ড. অনিমেষ বিশ্বাস এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন।

সারাবাংলা/এমও

বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি সাধারণ সভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর