Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তথ্য গোপন করে জামিন আবেদন: ২ আসামিকে পুলিশে দিলেন হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৪ ১৮:৫০

ঢাকা: জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত করার ঘটনা গোপন করে জামিন আবেদন করায় নোয়াখালীর দুই আসামিকে আগাম জামিন না দিয়ে পুলিশে দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২ জুন) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ তাদের আগাম জামিন আবেদন খারিজ করে পুলিশের কাছে সোপর্দ করার নির্দেশ দেন। পরে আদালতের নির্দেশনা অনুসারে তাদের শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. মাগফুর রহমান শেখ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাহাব উদ্দিন আহম্মদ টিপু ও মো. মুজিবুর রহমান মুজিব।

সহকারী অ্যাটর্নি জেনারেল সাহাব উদ্দিন আহম্মদ টিপু জানান, শুনানিতে আবেদনকারীদের আইনজীবী এজাহারের বর্ণনা গোপন করেছিলেন। মূল যে অভিযোগ সেটি উপস্থাপন করেননি। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আদালতে সচিত্র প্রতিবেদন তুলে ধরি। হামলায় জখম হওয়া তিন ভিকটিম হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ কথাগুলো গোপন রাখা হয়েছে। পরে আদালত আইনজীবীর প্রতি উষ্মা প্রকাশ করে আসামিদের আগাম জামিন আবেদন খারিজ করে পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল নোয়াখালীর বেগমগঞ্জের নুরুল ইসলামের। এ অবস্থায় ১২ এপ্রিল আসামিরা হামলা চালিয়ে নুরুল ইসলামের লোকজনকে জখম করেন। এতে একজনের কব্জিতে কোপ লাগে। আরেকজনের মাথায় কোপ পড়ে। কাটা স্থানে ১১টি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া, আসামিরা সোনার চেইন ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে যান। পাশাপাশি একটি নিশান গাড়ি ভাঙচুর করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় গত ১৩ এপ্রিল নোয়াখালীর বেগমগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের মো. নুরুল ইসলাম। এই মামলার এক নম্বর আসামি গোলাম সারোয়ার (৪৫) ও দুই নম্বর আসামি মো. মফিজ মিয়া (৫৫) হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।

আজ শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে পুলিশের কাছে সোপর্দ করার নির্দেশ দেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

জামিন তথ্য গোপন

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর