Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জিং টার্গেট দিল পাপুয়া নিউগিনি

স্পোর্টস ডেস্ক
২ জুন ২০২৪ ২২:০২

বোলারদের দাপটে পাপুয়া নিউগিনিকে বড় স্কোর করতে দেয়নি ওয়েস্ট ইন্ডিজ

টি-২০ বিশ্বকাপের সহ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে পাপুয়া নিউগিনির বিপক্ষে। গায়ানায় গ্রুপ সির প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ে নেমে পাপুয়া নিউগিনিকে খুব বড় স্কোর করতে দেয়নি ক্যারিবিয়ানরা। বোলারদের দারুণ পারফরম্যান্সে বিশ্বকাপে নবাগত পাপুয়া নিউগিনিকে ১৩৬ রানে বেধে ফেলেছেন পাওয়েলরা।

ইনিংসের শুরুটা যদিও একদমি ভালো হয়নি পাপুয়া নিউগিনির। ৫ রানের মাথায় ওপেনার টনি উরাকে হারায় তারা। ৭ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট। এরপর আসাদ ভালাকে সাথে নিয়ে কিছুটা প্রতিরোধের আভাস দিয়েছিলেন সেসে বাউ। ২ চার ও ১ ছয়ে ২২ বলে ভালা করেন ২১ রান। ভালা ফিরলেও একপ্রান্ত আগলে রেখে লড়াইটা চালিয়ে গেছেন বাউ।

অন্য প্রান্তে সতীর্থদের যাওয়া আসার মাঝে বুক চিতিয়ে লড়েছেন বাউ। ক্যারিবিয়ানদের হতাশ করে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরিও। তার ফিফটির সুবাদেই ১০০ পেরোয় দলের স্কোর। ৬ চার ও এক ছয়ে সাজানো ইনিংসে ৪৩ বলে ৫০ রান করে জোসেফের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন বাউ। বাউ ফিরলে কিছুটা খেই হারিয়ে ফেলে পাপুয়া নিউগিনি।

শেষের দিকে কিপলিন ডরিগার ক্যামিওতে ১৩০ পেরোয় নিউগিনির স্কোর। ৩ চারে ১৮ বলে ২৭ রানে অপরাজিত থাকেন ডরিগা। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান তোলে পাপুয়া নিউগিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল ও আলজারি জোসেফ।

সারাবাংলা/এফএম

ওয়েস্ট ইন্ডিজ টি-২০ বিশ্বকাপ ২০২৪ পাপুয়া নিউগিনি


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর