এভারেস্ট জয় উদযাপনে বাবর আলীর সাইকেল রাইড
২ জুন ২০২৪ ২২:৫৫
চট্টগ্রাম ব্যুরো: বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় উদযাপন করতে সাইকেল রাইডের আয়োজন করেছে বাবর আলীর ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। এতে ৩০০ সাইক্লিস্টের সঙ্গে অংশ নেন এভারেস্ট জয়ী বাবর আলী।
শুক্রবার (২ জুন) বিকেলে নগরীর অক্সিজেনের অনন্যা আবাসিক থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় সাইকেল রাইড। এর পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাবর আলী।
পরিবেশ দূষণ রোধে সামনের দিনে কোন বিষয়টিকে সামনে আনতে চান? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাবর আলী বলেন, ‘আমি সিঙ্গেল ইউজ প্লাস্টিক খুব কম ব্যবহার করি। এ বার্তা আমি সবসময় দিই। সাইকেলিং যারা করে তাদের মধ্যে এ ব্যাপারগুলো খুব ভালো কাজ করে। কাউকেই দেখবেন না দোকানের পানির বোতল ইউজ করছে। সবারই নিজেদের পানির বোতল আছে, যেটাকে রিফিল করা যায়।’
তিনি আরও বলেন, ‘আমি যেহেতু পর্বতে অনেকদিন ধরে যাচ্ছি। সেখানে আবহাওয়া পরিবর্তনের বিষয়টি দেখছিলাম। আমি সবসময় বলি আবহাওয়া পরিবর্তন দেখার জন্য সবচেয়ে ভালো জায়গা হিমালয়, যেখানে লেক সৃষ্টি হচ্ছে। এগুলো নিয়ে আমি ভবিষ্যতে কাজ করতে চাই।’
বাবর আলী বলেন, ‘যদিও আমাদের অনেকের ধারণা আমরা হিমালয়ের অংশ নয়। আমাদের দেশ কিন্তু হিমালয়ের দান। আমাদের বড় নদী কিন্তু হিমালয় থেকে আসে। কেউ যদি মনে করে থাকে এখানে কোনো কিছু করার ফলে ওখানে কিছু হচ্ছে না সেটা একদমই ভুল ধারণা।’
এদিকে শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এভারেস্ট ও লুৎসে অভিযানের দুঃসাহসিক গল্প শোনান বাবর আলী। ইভেন্টের আয়োজন করে তার ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। এতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ নানা বয়সের মানুষ উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আইসি/পিটিএম