Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে সুষ্ঠু রাজনীতির পরিবেশ নেই: চুন্নু

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৪ ০০:০৬

ফাইল ছবি

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশে কোনো সুষ্ঠু রাজনীতির পরিবেশ নেই। শাসক দলের টাকা, প্রশাসনের দৌরাত্ম ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দুর্বৃত্তায়নে অন্য কোনো দল টিকতে পারছে না। বর্তমানে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এত টাকা খরচ করছে যে তার সামনে অন্য কোনো প্রার্থীর দাঁড়ানোর মতো সাহস ও ক্ষমতা নেই।

রোববার (২ মে) রাতে স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ফরম বিতরণের শুভ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জাপা মহাসচিব বলেন, ‘ব্যাংকের টাকা লুটপাট হয়ে গেছে, ব্যাংক খালি। সাবেক অর্থমন্ত্রীসহ চার এমপি স্ত্রী-কন্যাদের নামে রিক্রুটিং এজেন্সি করে ম্যান পাওয়ার লাইসেন্স করেছেন। মালয়েশিয়া যাওয়ার জন্য সরকার ৭০-৮০ হাজার টাকা নির্ধারণ করে দিলেও রিক্রুটিং এজেন্সি ৬-৭ লাখ টাকা নিয়েও অনেককে মালয়েশিয়ায় পাঠাতে পারে নাই। এই সব রিক্রুটিং এজেন্সি নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে।’

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, ‘সাবেক আইজিপি কীভাবে ৭০-৮০ কোটি টাকা ব্যাংক থেকে তুলে দেশান্তরী হলেন, তাও আবার সপরিবারে, প্রকাশ্য ইমিগ্রেশন দিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে বলেন আমরা জানি না?’

তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ খাতে হরিলুট হচ্ছে। উৎপাদন ৮ হাজার মেগাওয়াট, প্রয়োজন ১৪ হাজার মেগাওয়াট। ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য জরিমানা দেন ৪৬ হাজার কোটি টাকা। জরিমানা দেওয়ার টাকা আছে, কিন্তু বিদ্যুৎ কেনার টাকা নাই। কোনো সিন্ডিকেট সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না।’

চুন্নু বলেন, ‘মানুষ এখন যাবে কোথায়? মানুষ এত কষ্ট সহ্য করতে পারছে না। আওয়ামী লীগ ও বিএনপি দেশের জন্য ভালো কিছু করতে পারেনি। তাই বিকল্প একটি দল দেশ পরিচালনার জন্য খুঁজছে। হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়নের কথা স্মরণ করে জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির কথা ভাবছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

জাপা মুজিবুল হক চুন্নু রাজনীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর