Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ জার্মানিতে প্রবল বন্যায় বাঁধ ভেঙে ডুবেছে শহর

আন্তর্জাতিক ডেস্ক
৩ জুন ২০২৪ ১০:৪৫

দক্ষিণ জার্মানিতে প্রবল বন্যায় বাঁধ ভেঙে ডুবে গেছে নর্ডেনডর্ফ শহর। পাশের বাভারিয়া এবং বাডেন উইরটেমবার্গও বৃষ্টিতে বিপর্যস্ত।

নর্ডেনডর্ফের মেয়র তোবিয়াস কুনজ জানান, গত শনিবার ভোর ছয়টা থেকে ৪০ হাজার বালির বস্তা দিয়ে ২৪০ মিটার বাঁধ বানানোর চেষ্টা করা হচ্ছে। কিছু স্বেচ্ছাসেবক গত ৪০ ঘণ্টা ধরে কাজ করে যাচ্ছেন। দুই চোখের পাতা এক করেননি। কিন্তু নদীর জল অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

দক্ষিণ জার্মানির এই ছোট শহরে ২ হাজার ৬০০ মানুষ বসবাস করেন। নর্ডেনডর্ফের বাকি এলাকার অবস্থাও খারাপ। ১২টি গ্রাম থেকে মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে হয়েছে। গোটা মাসে যা বৃষ্টিপাত হয়, তা একদিনে হয়েছে। ফলে নদীতে জলস্তর খুবই বেড়ে গেছে।

এদিকে, বাভারিয়া এবং বাডেন উইরটেমবার্গে উদ্ধারকাজে গিয়ে এক উদ্ধার কর্মী মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন।

সারাবাংলা/এমও

টপ নিউজ দক্ষিণ জার্মানি প্রবল বন্যা বাঁধ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর