জাতীয় জীবনিরাপত্তা নীতির খসড়া অনুমোদন
৩ জুন ২০২৪ ১৯:০৫
ঢাকা: জীবনিরাপত্তা নীতি-২০২৪ এর খসড়া মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়ার অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার (৩ জুন) মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘জাতীয় জীবনিরাপত্তা নীতি-২০২৪ এর খসড়া মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এটির উদ্যোক্তা মন্ত্রণালয় ছিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।’
তিনি বলেন, ‘আমাদের একটি আইন আছে, বাংলাদেশ পরিবশে সংরক্ষণ আইন-১৯৯৫ এবং এর আওতায় বাংলাদেশ জীবনিরাপত্তা বিাধিমালা রয়েছে। কিন্তু একটি নীতিমালার অভাবে বিভিন্ন ফেরামে আমাদের বলা হচ্ছিল, এ জন্য নীতিমালা করা হয়েছে।’
জাতীয় জীবনিরাপত্তা নীতির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘এখন অনেক রিসার্চ হচ্ছে। রিসার্চ যেন নিরাপদ হয়, যাতে রেগুলেট করতে পারি সে জন্য এটি করা হয়েছে। কোনো একটি ভ্যারাইটি সরাসরি বাজারে আসতে পারবে না। সরকারের অনুমোদন লাগবে। সরকারের অনুমোদন ছাড়া বাজারে আসতে পারবে না। পরিবেশের জন্য ক্ষতিকর কিনা সেটি আগে ভ্যারিফাইড হবে, পরিববেশ মন্ত্রণালয় এটি করবে।’
সারাবাংলা/জেআর/একে