Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: বিএনপির প্রস্তুতি সভা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৪ ২২:৪১

ঢাকা: আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৪ উপলক্ষে প্রস্তুতি সভা করেছে ঢাকা বিভাগ, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি।

সোমবার (৩ জুন) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হয়।

সভায় মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর জেলা, গাজীপুর মহানগর, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর নিয়ে সবুজ দল গঠন করা হয়। এ দলের সমন্বয়ক করা হয়েছে গাজীপুর জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে।

মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ মহানগর, নরসিংদী, ঢাকা মহানগর দক্ষিণ নিয়ে লাল দল গঠন করা হয়। লাল দলের সমন্বয়ক করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে।

এ ছাড়া ঢাকা বিভাগীয় খেলা পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে। কমিটির প্রধান সমন্বয়ক করা হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদকে। সহ-সমন্বয়ক করা হয়েছে সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটোকে ও কাজী সাইদুল আলম বাবুলকে। খেলার ভেন্যু নির্ধারণ করা হয়েছে মানিকগঞ্জ। খেলা অনুষ্ঠিত হবে ৩০ জুন।

আজকের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক হাবিব উন নবী খান সোহেল, সভা সঞ্চালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, তাকে সহযোগিতা করেন বেনজীর আহমেদ টিটো।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সাবেক এমপি মোশারফ হোসেন, পরিচালনা কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সাবেক ফুটবলার মঈন হক, কবির উদ্দিন সরকার, রেজাউল করিম মিটুল, শামসুজ্জামান বাদল, আওলাদ হোসেন মোল্লা, লিটন খান, ক্রীড়া সংগঠক বুলবুল, বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আসফাক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/একে

কোকো ফুটবল টুর্নামেন্ট বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর