Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কিশোর গ্যাং’য়ের বিরোধ, ছুরিকাঘাতে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৪ ০০:৪৪ | আপডেট: ৪ জুন ২০২৪ ০০:৫১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে এক কিশোরকে খুনের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, কিশোর বয়সী দুটি দলের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী এলাকায় কর্ণফুলী কাঁচাবাজারের পেছনে এ ঘটনা ঘটে। নিহত মো. আজিমের (১৭) বাসা নগরীর চৌমুহনী এলাকায়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী সারাবাংলাকে জানান, রাত সাড়ে ৯টার দিকে আজিম কাঁচাবাজারের পেছনে একা দাঁড়িয়ে ছিল। এ সময় পাঁচ-ছয়জনের একটি দল তার ওপর হামলা করে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।

স্থানীয়রা আহত আজিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি ফজলুল কাদের বলেন, ‘ঘটনার পরপরই আমরা এখানে এসেছি। যে ছুরিকাঘাত করেছে, তাকেসহ তিনজনকে আটক করেছি। রক্তমাখা ছোরা উদ্ধার হয়েছে।’

নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ান সারাবাংলাকে বলেন, ‘আগ্রাবাদ হাজীপাড়া ও মুহুরীপাড়ার কিশোর বয়সী দুদলের মধ্যে বিরোধ ছিল। গতকাল (রোববার) তাদের মধ্যে একদফা মারামারি হয়। এর জের ধরে আজ (সোমবার) খুনের ঘটনা ঘটেছে। তবে কী নিয়ে বিরোধ, তা এখনো জানতে পারিনি।’

সারাবাংলা/আইসি/টিআর

কিশোর গ্যাং ছুরিকাঘাতে নিহত টপ নিউজ

বিজ্ঞাপন

ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক
১২ এপ্রিল ২০২৫ ২১:০৪

আরো

সম্পর্কিত খবর