Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের নির্বাচনে ভোটগণনা চলছে, এগিয়ে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক
৪ জুন ২০২৪ ১০:৩১

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে আজ মঙ্গলবার (৪ জুন)। দিনের শুরুতেই বড় ব্যবধানে এগিয়ে গেছে বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট এনডিএ। এনডিটিভিতে প্রচারিত খবর অনুযায়ী, ক্ষমতাসীন জোটটি ফের সরকার গঠনের জন্য ম্যাজিক নম্বর ২৭২টির বেশি আসনে এগিয়ে আছে। তবে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীজোট ইন্ডিয়াও ২০০ আসন পার করেছে। ধীরে ধীরে এনডিএর সঙ্গে ইন্ডিয়া ব্লকের পার্থক্য কমছে।

ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার আসন ৫৪৩টি। এবার সাত ধাপে গত ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে। আজ ভোট গণনা নির্ধারিত দিন। ভোট শেষে বুথফেরত জরিপে অনুমান করা হয়েছিল নেহরুর পর তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র মোদি। ভোটের ফলাফল প্রকাশ হওয়ার শুরুতেই সেই আভাসই মিললো।

তবে বুথ ফেরত জরিপের চেয়ে বিরোধীদল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক ভালো ফলাফল করেছে। যদিও তা সরকার গঠনের জন্য এখনও যথেষ্ট নয়।

 

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর