Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবানলে জ্বলছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
৪ জুন ২০২৪ ১৩:১৩

তীব্র দাবানলে জ্বলছে ইসরাইলের উত্তরাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। প্রতিবেশী লেবানন থেকে রকেট ও ড্রোন হামলা চালানোর পরপরই এই দাবানল শুরু হয়। দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ইসরাইলের ৬ সেনা সদস্য আহত হয়েছেন।

ইসরাইলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়, আগুন নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক ইউনিট কাজ করে যাচ্ছে। কিরিয়াত শমোনা থেকে বেশ কিছু বাড়ি থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী বলছে, অগ্নিনির্বাপক দলের সদস্যদের সহযোগিতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘন ধোঁয়ার কারণে আইডিএফের ছয় রিজার্ভ সৈন্য সামান্য আহত হয়েছে। যেসব জায়গায় আগুন লেগেছে সেনাবাহিনী তা নিয়ন্ত্রণে নিতে পেরেছে। এই মুহূর্তে কোন মানুষের জীবন ঝুঁকিতে নেই।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, তারা সেনাবাহিনীর সঙ্গে দাবানলের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

লেবাননের রকেট হামলার পর সোমবার এই আগুনের সূত্রপাত বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উল্লেখ করা হয়। প্রতিশোধ হিসেবে ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে।

সারাবাংলা/এমও

ইসরাইল দাবানল


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর