Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডকে হারাতে না পারার আফসোস স্কটল্যান্ড অধিনায়কের

স্পোর্টস ডেস্ক
৫ জুন ২০২৪ ০৮:২২

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচ

ম্যাচ শুরুর আগে থেকেই ছিল বৃষ্টির বাধা। থেমে থেমে চলা বৃষ্টিতে ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচটা স্বাভাবিক গতিতে চলতে পারেনি একবারও। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে এই ম্যাচ। তবে ১০ ওভারে নেমে আসা ম্যাচে ৯০ রান তুলে জয়ের আশা জাগিয়েছিল স্কটল্যান্ড। ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর স্কটিশ অধিনায়ক রিচি বেরিংটন বলছেন, বৃষ্টি না হলে ইংল্যান্ডকে হারিয়ে দিতেন তারা।

টি-২০ ফরম্যাটে দুই দল প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ ব্যাটিং করেছেন দুই স্কটিশ ওপেনার। বৃষ্টির কারণে বারবার খেলা বন্ধ হলেও রানের গতি কমেনি তাদের। ম্যাচ ১০ ওভারে নেমে আসায় আরও আক্রমণাত্মক ব্যাটিং করেছেন জর্জ মুন্সি ও মিচেল জোনস। শেষ পর্যন্ত ৯০ রান তুলে ইংল্যান্ডকে বৃষ্টি আইনে ১০৯ রানের টার্গেট দেয় স্কটল্যান্ড। তবে সেই লক্ষ্য তাড়া করতে নামতেই পারেনি ইংলিশরা। বৃষ্টি না থামায় পয়েন্ট ভাগাভাগি করেই খুশি থাকতে হয় দুই দলকে।

ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর বেরিংটন জানিয়েছেন, খেলা হলে ইংল্যান্ডকে হারাতে পারতেন তারা, ‘আমার মনে হয় আমরা দারুণ একটা সুযোগ হারিয়েছি। বৃষ্টির পর পিচ কেমন আচরণ করত সেটা দেখার জন্য মুখিয়ে ছিলাম। কিছুটা অসমান বাউন্সও ছিল। আমরা যদি বোলিংয়ের সুযোগ পেতাম তাহলে অবশ্যই দারুণ কিছু হতে পারত। এটা ভেবেই হতাশ লাগছে।’

বিশ্বচ্যাম্পিয়নদের এমন হারিয়ে দেওয়ার সুযোগ হাতছাড়া হওয়ার পর দলের সবাই হতাশ বলেই জানালেন বেরিংটন,’পুরো ম্যাচটা না হওয়ায় আমরা খুবই হতাশ। তবে ইতিবাচক ব্যাপারগুলো নিতে হবে। দুই ওপেনার দারুণ ব্যাটিং করেছেন। পরের ম্যাচে এটা কাজে লাগবে। কিন্তু পুরো ম্যাচটা আমরা খেলতে পারিনি, এটার আফসোস থেকেই যাবে।’

আগামী ৭ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড।

সারাবাংলা/এফএম

ইংল্যান্ড টি-২০ বিশ্বকাপ ২০২৪ স্কটল্যান্ড


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর