Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত-পাকিস্তান ম্যাচের জন্য বাড়তি টিকেট ছাড়ল আইসিসি

স্পোর্টস ডেস্ক
৫ জুন ২০২৪ ০৮:৫৪

ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে বাড়ছে উত্তেজনা

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন বিশেষ কিছু। সেটা যদি হয় বিশ্বকাপের মঞ্চে, তখন সেই উত্তাপ বেড়ে দাঁড়ায় কয়েকগুণ। গত কয়েকটি বিশ্বকাপের মতো এবারও মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ৯ জুন নিউইয়র্কের এই ‘হট কেক’ ম্যাচকে ঘিরে তাই থাকছে নানা বিশেষ আয়োজন। খোদ আইসিসিও এই ম্যাচকে হাতছাড়া করতে চাচ্ছে না। তাইতো ম্যাচের তিনদিন আগে এই ম্যাচসহ বড় ম্যাচগুলোর জন্য বিশেষ বাড়তি টিকেট ছাড়ার ঘোষণা দিয়েছে আইসিসি।

বিজ্ঞাপন

বিশ্বের যেকোনো ভেন্যুতেই ভারতের ম্যাচ হলে স্টেডিয়ামে উপচে পড়ে দর্শক। ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে হলে সেটা বেড়ে যায় আরও অনেকগুণে। বিশ্বকাপে ভারত-পাকিস্তান সূচি নিশ্চিত হওয়ার পর থেকেই এই ম্যাচে টিকেটের জন্য হন্যে হয়ে ছিলেন সমর্থকরা। অনলাইনে ছাড়ার কয়েক ঘণ্টার মাঝে শেষ হয়ে গিয়েছিল সব টিকেট। তবে ম্যাচের তিনদিন আগে আরও টিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

আইসিসি এক বিশেষ বার্তায় জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচসহ বড় ম্যাচগুলোর জন্য বাড়তি টিকেট ছাড়া হবে, ‘বিশ্বকাপের শেষ কিস্তির টিকেট এখন ছাড়া হবে। ভারত-পাকিস্তানের মতো বিশেষ বড় ম্যাচকে সামনে রেখে বাড়তি টিকেট ছাড়বে কর্তৃপক্ষ। অন্য বড় ম্যাচগুলোর ক্ষেত্রেও এমনটা হবে।’

সর্বোচ্চ সংখ্যক দর্শক যেন মাঠে বসে ম্যাচ দেখতে পারে এজন্যই এমন সিদ্ধান্ত, জানিয়েছে আইসিসি, ‘আইসিসি বাড়তি টিকেট ছাড়ছে যেন বেশি সংখ্যক দর্শক মাঠে আসতে পারেন। দর্শক স্টেডিয়ামে বসে বিশ্বকাপের আনন্দ উপভোগ করতে চান। এজন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুর আসন সংখ্যা বাড়ানো হয়েছে, টিকেটও ছাড়া হচ্ছে। আশা করছি দর্শক এই ঐতিহাসিক ইভেন্ট উপভোগ করতে পারবেন।’

সারাবাংলা/এফএম

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৪ ভারত-পাকিস্তান ম্যাচ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর