পদত্যাগ করেছেন নরেন্দ্র মোদি, শপথ শনিবার
৫ জুন ২০২৪ ১৬:০৬ | আপডেট: ৫ জুন ২০২৪ ১৭:০২
ভারতের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তেফা দিয়েছেন নরেন্দ্র মোদি। বুধবার (৫ জুন) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে নিজের ইস্তফাপত্র তুলে দেন নরেন্দ্র মোদি।
এর আগে নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদের সরকারের শেষ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সপ্তদশ লোকসভা ভঙ্গ করার আলোচনা হয়। মন্ত্রিসভা বৈঠক থেকে রাষ্ট্রপতির কাছে নিজের ইস্তেফা ও সপ্তদশ লোকসভা ভেঙে দেওয়ার আবেদন করেন মোদি।
তবে নরেন্দ্র মোদিকে আগামী ৮ জুন পর্যন্ত দায়িত্ব পালন করার অনুরোধ করেছেন রাষ্ট্রপতি। ৮ তারিখই নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিন ঘোষণা করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।
এবার ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে গত দুইবারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে বিজেপি। তবে দলটির নেতৃত্বাধীন জোট এমনডিএ ২৯২ আসন নিশ্চিত করে সরকার গঠনে এগিয়ে। এই জোটের প্রভাবশালী দুই রাজনীতিবিদ তেলুগু দেশম পার্টির (টিডিপি) চন্দ্রবাবু নাইডু ও জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) নীতিশ কুমারর ইতোমধ্যেই বিজেপিকে সরকার গঠনের গ্রিন সিগনাল দিয়েছে।
এনডিএ জোট থেকে বিজয়ী সদস্যদের নিয়ে ৭ জুন দিল্লিতে বৈঠকে বসবে বিজেপি নেতৃত্ব। ওই বৈঠকে সরকার নিয়ে আলোচনা হবে।
সারাবাংলা/আইই