Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যাকবলিত এলাকায় পরীক্ষা পরে নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৪ ১৬:৪৩

ঢাকা: বন্যাকবলিত এলাকায় পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, আবহাওয়ার পূর্বাভাস ও পানিসীমা পর্যবেক্ষণ করা হচ্ছে।

বুধবার (৫ জুন) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, যে অঞ্চলে বন্যা ছড়াবে শুধুমাত্র সেখানে পরীক্ষা নেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে সেই পরীক্ষা নেওয়া হবে।

সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। সেখানে পরীক্ষা নেওয়ার বিষয় কী সিদ্ধান্ত জানতে চাইলে মন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালীন আবহাওয়ার যে পূর্বাভাস আছে, আমাদের বিভিন্ন নদীর পানি সীমা ঊর্ধ্বমুখী। সেখানে পানি বিপৎসীমা অতিক্রম করছে, আমরা তা অবগত। যেসব কেন্দ্র এবং অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি মাথায় রেখে আমরা এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছি।

এর আগে ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/জেআর/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর