ভোট দিয়ে ঘরে এসে দেখেন ছেলে নেই, পুকুরে ডুবে মৃত্যু
৫ জুন ২০২৪ ২১:১৮
ভোলা: আড়াই বছরের শিশুপুত্রকে ঘরে রেখে বড়ির পাশের ভোট কেন্দ্রে ভোট দিতে গেলেন মা। ভোট দিয়ে এসে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুপুত্রকে পুকুরের ভাসতে দেখলেন। পরে সেখান থেকে উঠিয়ে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানালেন সে মারা গেছে।
বুধবার (৫ জুন) দুপুরের দিকে ভোলার মনপুরা উপজেলায় এ ঘটনা ঘটে। শিশুটির নাম মো. শামিম। সে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. সোহাগের ছেলে।
শামিমের স্বজনরা জানায়, বুধবার চতুর্থ ধাপে ভোলার মনপুরা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ ছিল। আড়াই বছরের শিশুসন্তান শামিমকে ঘরে রেখে তার মা জোসনা বেগম বাড়ির পাশের ভোট কেন্দ্রে ভোট দিতে যায়। ভোট দিয়ে এসে তাকে না পেয়ে বাড়িতে খোঁজাখুজি করেন। এক পর্যায়ে তাদের বাড়ির পুকুরে শামিমকে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির হোসেন জানান, শামিম নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। তার ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
সারাবাংলা/পিটিএম