চেম্বার আদালতে ৪ ঘণ্টায় ২৬৯ মামলা নিষ্পত্তি!
স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৪ ২১:৩০
৫ জুন ২০২৪ ২১:৩০
ঢাকা: মাত্র চার ঘণ্টায় ২৬৯টি মামলা নিষ্পত্তি করে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।
বুধবার (৫ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালতে এই ২৬৯টি মামলায় আদেশ দেন।
এর আগে, একদিনে চেম্বার আদালতে এত বেশি মামলা নিষ্পত্তির নজির নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। মাত্র চার ঘণ্টায় ২৬৯টি মামলা নিষ্পত্তি করে নজির সৃষ্টি করেছেন চেম্বার জজ আদালত।
একদিনে এতো মামলা নিষ্পত্তির প্রেক্ষাপটে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালতের প্রতি অভিবাদন জানিয়েছেন।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম