Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হার-জিত রাজনীতির অংশ, সংখ্যার খেলা চলবে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক
৬ জুন ২০২৪ ০৮:০৫ | আপডেট: ৬ জুন ২০২৪ ১২:১২

ভারতে বর্তমান মেয়াদের শেষ মন্ত্রিসভার বৈঠক হয়েছে বুধবার (৫ জুন)। এদিন বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র পেশ করেন। আর্জি জানিয়েছেন লোকসভা ভেঙে দেওয়ারও। রাষ্ট্রপতি তাকে শনিবার (৮ মে) পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। কারণ ওইদিনই  শপথ নিয়ে নতুন সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোদি।

বুধবার বর্তমান মেয়াদের শেষ মন্ত্রিসভা বৈঠকে নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সদস্য ও তার এনডিএ জোটসঙ্গীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আপনারা সবাই খুব কঠোর পরিশ্রম করেছেন। আমরা গত ১০ বছর ধরে ভালো কাজ করেছি। আমরা তা চালিয়ে যাব।

বিজ্ঞাপন

নির্বাচনের ফলাফলকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বিজয় বলে অভিহিত করে মোদি বলেন, জয়-পরাজয় রাজনীতির অংশ৷ সংখ্যার খেলা চলবে।

প্রধানমন্ত্রী মোদির বিজেপি ২০১৪ সালের লোকসভা নির্বাচনে একাই পেয়েছিল ২৮২ আসন। পরেরবার অর্থাৎ ২০১৯ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০৩টি। এবার অবশ্য ২৪০টিতে থামতে হয়েছে বিজেপিকে। তাই বিজেপিকে এখন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) সদস্যদের ৫৩টি আসনের ওপর ভর করে সরকার গঠন করতে হচ্ছে।

সারাবাংলা/আইই

নরেন্দ্র মোদি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর