Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৪ ১০:৪০

শেখ হাসিনা। ফাইল ছবি

ঢাকা: ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার (৭ জুন) দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদির আমন্ত্রণে এই শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন তিনি।

এর আগে বুধবার (৫ জুন) সন্ধ্যায় টানা তৃতীয়বার বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) বিজয়ী হওয়ায় ফোনালাপের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন নির্বাচনে বিজয়ী জোটের নেতা নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি দেন শেখ হাসিনা।

বিজ্ঞাপন

ফোনালাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এ আমন্ত্রণ গ্রহণ করেন।

ফোনালাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনার (নরেন্দ্র মোদি) শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর এই বিজয় সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এই বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশি সুলভ সম্পর্কের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, আগামী শনিবার (৮ জুন) নরেন্দ্র মোদি বিরল টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের কথা রয়েছে। তার সঙ্গে শপথ নেবেন নতুন মন্ত্রীরাও। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে।

আরও পড়ুন 

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/আইই

নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদির শপথ শেখ হাসিনা

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর