Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী বাড়ছে না, আর্থ-সামাজিক উন্নয়নে নজর

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৪ ১৭:০৯ | আপডেট: ৬ জুন ২০২৪ ১৭:৪২

ঢাকা: ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নতুন করে কোনো সুখবর দেননি অর্থমন্ত্রী। তবে বিগত কয়েক বছরে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের আর্থ-সামাজিক উন্নয়নের কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে বাজেট উত্থাপন করেন। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে তাদের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় সব শ্রেণির বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মনী ২০২১-২২ অর্থবছরে ন্যূনতম ২০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। এ ছাড়া, তাদের আবাসন নিশ্চিতের লক্ষ্যে বিনামূল্যে ৩০ হাজার বীর নিবাস নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে ১১ হাজার ৫৭টি বীর নিবাস নির্মাণ সম্পন্ন হয়েছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাজেটে সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনার জন্য আগামী ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ ৩৬ হাজার ২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ১ লাখ ২৬ হাজার ২৭২ কোটি টাকা।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

২০২৪-২৫ অর্থবছরের বাজেট বাজেট ২০২৪-২৫ বীর মুক্তিযোদ্ধা সম্মানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর