Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানকে ১৫৯ রানে আটকে দিল যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
৬ জুন ২০২৪ ২৩:১৭

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক জয়ে সবার নজর কেড়েছিলেন তারা। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও দারুণ পারফর্ম করেছে যুক্তরাষ্ট্র। ডালাসে টসে জিতে বোলিংয়ে নেমে বোলারদের দাপটে পাকিস্তানকে রানে ১৫৯ বেঁধে ফেলে আরেকটি অবিশ্বাস্য জয়ের স্বপ্ন দেখছে যুক্তরাষ্ট্র।

ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা একদমই ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই ৯ রানে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। স্লিপে অবিশ্বাস্য এক ক্যাচে তাঁকে ফেরান স্টিভেন টেলর। ১৪ রানের মাথায় ফেরেন উসমান খানও। ফাখার জামানও খুব বেশিক্ষণ টিকতে পারেননি, তিনি আউট হয়েছেন ১১ রানে। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে তখন রীতিমত ধুঁকছে পাকিস্তান।

বিজ্ঞাপন

ওই অবস্থান দলকে কিছুটা স্থিরতা এনে দিয়েছে বাবর আজম ও শাদাব খানের জুটি। চতুর্থ উইকেটে এই দুই অভিজ্ঞ ব্যাটার বিপর্যয় সামাল দিয়ে রানের গতি বাড়িয়েছেন। আক্রমণাত্মক ব্যাটিং করে যুক্তরাষ্ট্রকে খানিকটা ব্যাকফুটে ঠেলে দেন তারা। ৭২ রানের এই জুটি ভাঙে শাদাব ফিরলে। ৩ ছক্কা এক চারে সাজানো ২৫ বলে ৪০ রানের ইনিংস খেলে কেনজিগের বলে প্যাভিলিয়নে ফেরেন শাদাব। ঠিক পরের বলেই গোল্ডেন ডাক মেরেছেন আজম খান।

এর কিছু সময় পর ফিরেছেন বাবরও। শুরুর দিকে কিছুটা ধীরে খেললেও শেষের দিকে বেশ আগ্রাসী মুডে ব্যাট চালিয়েছেন পাকিস্তান অধিনায়ক। ৩ চার ও ২ ছক্কায় ৪৩ বলে ৪৪ রান করে জসদিপের বলে এলবিডব্লিউ হন বাবর। বাবর ফিরলে দলের লড়াই করার পুঁজি পাওয়া বেশ কঠিন হয়ে যাবে মনে হচ্ছিল।

তবে শেষের দিকে শাহিন শাহ আফ্রিদি ও ইফতিখার আহমেদের ঝড়ো ব্যাটিংয়ে ১৫০ পেরোয় দলের ইনিংস। ১৪ বলে ১৮ করেছেন ইফতিখার। এক চার ও দুই ছক্কায় ১৬ বলে ২৩ রানে অপরাজিত থাকেন আফ্রিদি। শেষ পর্যন্ত ১৫৯ রান তুলতে পেরেছে পাকিস্তান।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের হয়ে সেরা বোলিং ফিগার কেনজিগের, ৪ ওভারে ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। ২ উইকেট নিয়েছেন নেত্রাভালকার।

সারাবাংলা/এফএম

টি-২০ বিশ্বকাপ ২০২৪ পাকিস্তান যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর