নরেন্দ্র মোদির শপথ রোববার
৭ জুন ২০২৪ ১৫:১৭
রোববার (৯ জুন) সন্ধ্যায় টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। এর আগে বিজেপি সূত্রের খবরে জানা গিয়েছিল শনিবার শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
বুধবার জোটের বৈঠকে নরেন্দ্র মোদিকে এনডিএর সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। দল ও জোটের সমর্থন পেয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মঞ্চ তৈরি হয় নরেন্দ্র মোদির। এর আগে ভারতে কেবল জওহরলাল নেহরু টানা তিনবার প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন।
শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ইতিমধ্যেই শপথ অনুষ্ঠানে তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ড, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাউথকেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
এবার লোকসভা নির্বাচনে এককভাবে ২৪০টি আসন পেয়েছে বিজেপি। দলটির নেতৃত্বাধীন জোট পেয়েছে ২৯৩টি। ভারতে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন হয় ২৭২টি আসন। ফলে এবার জোটসঙ্গীদের উপর ভরসা করে প্রধানমন্ত্রী হতে হচ্ছে নরেন্দ্র মোদিকে।
সারাবাংলা/আইই