বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা
৭ জুন ২০২৪ ২৩:৪৩
বেনাপোল: বেনাপাল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৭ জুন) রাত সাড় আটটার দিক এক বন্ধুকে নিয়ে ভ্যানযোগে রঘুনাথপুর সড়ক দিয়ে যাওয়ার সময় দুবৃর্ত্তরা তার ওপর এ হামলা চালায়। খবর পেয়ে রাফিউলের সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতলে ভর্তি করেছে।
রাফিউল ইসলাম বর্তমান বন্দর কাস্টমসে দায়িত্বরত। তিনি নেত্রকোনা জেলা সদরের মাওলানা কাজিম উদ্দিনের ছেলে।
বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা আরিফুর রহমান জানান, আজ রাত নয়টায় রাফিউল বেনাপোলের রঘুনাথপুর সড়কে ভ্যানযোগে এক বন্ধুকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় পাচুয়ার বাওড় এলাকায় দুর্বৃত্তরা তাকে এলাপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
বেনাপোল পার্ট থানার ওসি সুমন ভক্ত জানান, বেনাপোল কাস্টমস হাউসের একজন সহকারী রাজস্ব কর্মকর্তাক কুপিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানা হয়েছে। কারা তাকে কুপিয়ে জখম করেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সারাবাংলা/এমও