মোস্তাফিজের জোড়া আঘাতের পরেও শ্রীলংকার বড় স্কোরের আভাস
৮ জুন ২০২৪ ০৭:১৯
ডালাসে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ফিল্ডিংয়ে নেমে শুরুতে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। পাথুম নিশানকাসহ অন্য ব্যাটারদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে বড় স্কোরের দিকেই এগুচ্ছিল লংকানরা। তবে প্রথম ১০ ওভার শেষে মোস্তাফিজের জোড়া আঘাতে লংকানদের রানের গতি কিছুটা চেপে ধরেছে বাংলাদেশ। ১০ ওভার শেষে ৩ উইকেটে ৭৪ রান করেছে লংকানরা।
ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারে দাপটের সাথে ব্যাটিং করে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার। তৃতীয় ওভারে বোলিংয়ে এসে জুটি ভাঙ্গেন তাসকিন আহমেদ। তাসকিনের বলে বোল্ড হয়ে ফেরেন ১০ রান করা কুশল মেন্ডিস। এরপর কামিন্দু মেন্ডিসকে সাথে নিয়ে জুটি গড়েন নিশানকা।
এই জুটি ভংকর হয়ে ওঠার আগেই আঘান হানেন মোস্তাফিজ। বোলিংয়ে এসে প্রথম বলেই ৪ রান করা কামিন্দু মেন্ডিসকে ফেরান তিনি। অন্য প্রান্তে দারুণ ব্যাটিং করছিলেন নিশানকা। ৭ চার ও ১ ছক্কায় নিশানকার অবশ্য হাফ সেঞ্চুরি ছোঁয়া হয়নি। ইনিংস বড় করার আগে তাকেও ফিরিয়েছেন মোস্তাফিজ। মোস্তাফিজকে উড়িয়ে মারতে গিয়ে শান্তর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।
শেষ পর্যন্ত ১০ ভয়ারে ৭৪ রান তুলে লড়াই করার পুঁজি তোলার আভাস দিচ্ছে লংকানরা। ক্রিজে আছেন চারিথ আসালাংকা ও ডি সিল্ভা।
সারাবাংলা/এফএম