Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেনমার্কের প্রধানমন্ত্রীর উপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৮ জুন ২০২৪ ১০:৪১

হামলার শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডেরিকসেন। শুক্রবার (৭ জুন) ডেনিশ রাজধানী কোপেনহেগেনের কেন্দ্রে কুলটোরভেট স্কোয়ারে এই ঘটনা ঘটে। হামলার আগে ফ্রেডরিকসেন তার দলের প্রধান ইউরোপীয় নির্বাচনী প্রার্থী ক্রিস্টেল শ্যালডেমোসের সঙ্গে প্রচার চালাচ্ছিলেন। হামলাকারীকে আটক করেছে পুলিশ।

ডেনমার্কের পরিবেশমন্ত্রী ম্যাগনাস হিউনিক সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে বলেছেন, মিতে ফ্রেডেরিকসেনকে আজ কোপেনহেগেনের কুলটোরভেটে একজন লোক লাঞ্ছিত করেছে। আক্রমণে মিতে স্বাভাবিকভাবেই হতবাক। আমি অবশ্যই বলতে পারি যে, এটি আমাদের সকলকেই নাড়া দেয়।

বিজ্ঞাপন

হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি। প্রধানমন্ত্রী মিতে ফ্রেডেরিকসেনের উপর কেন এই হামলা হয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফ্রেডেরিকসেনের কার্যালয় বলেছে, প্রধানমন্ত্রী এই ঘটনায় হতবাক, তবে আর কোনো মন্তব্য করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ডেনমার্কের একস্ট্রা ব্লাডেট সংবাদপত্রকে জানিয়েছে, ফ্রেডেরিকসেন গুরুতর আহত হননি, তবে তিনি খুব কাঁপানো আতংকিত হয়েছেন। ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি।

সারাবাংলা/আইই

টপ নিউজ ডেনমার্কের প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর