Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ন্যায়বিচারের জন্য আন্তঃবিভাগীয় সহযোগিতা লাগবে’

সারাবাংলা ডেস্ক
৮ জুন ২০২৪ ১৩:২৬

চট্টগ্রাম ব্যুরো: বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের আন্তঃবিভাগীয় সহযোগিতার ওপর জোর দিয়েছেন পার্বত্য জেলা বান্দরবানের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান।

শনিবার (৮ জুন) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জুন মাসের পুলিশ- ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে তিনি একথা বলেন।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে কনফারেন্সে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার সিভিল সার্জন, পুলিশ সুপার, এপিবিএন কর্মকর্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তা এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সরকারের বিভিন্ন বিভাগের জেলা পর্যায়ের কর্মকর্তারা।

মোহাম্মদ মাহাবুবুর রহমান সভায় বলেন, ‘বিচারপ্রার্থী জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা একা বিচার বিভাগের পক্ষে সম্ভব নয়। এজন্য পুলিশসহ আন্তঃবিভাগীয় সকল পক্ষের সহযোগিতা লাগবে। পারস্পরিক আস্থা ও সহযোগিতার মধ্য দিয়ে আমরা ন্যায়বিচার দিতে পারবো।’

সারাবাংলা/আরডি/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর