Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লজিস্টিক প্রতিষ্ঠানের কর অব্যাহতি চায় ই-ক্যাব

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৪ ২০:২৭

ঢাকা: আইসিটির অন্যান্য উপখাতের মতো ওয়েবসাইট হোস্টিং ও ক্লাউড সার্ভিস এবং লজিস্টিক প্রতিষ্ঠানকে কর অব্যাহতি দেওয়া দাবি জানিয়েছে দেশের ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব। একইসঙ্গে ক্যাশলেস ব্যবস্থাকে আরও উৎসাহিত করতে ডিজিটাল পেমেন্টে ২ শতাংশ প্রণোদনা প্রদানের দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (৮ জুন) প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় ই-ক্যাব সভাপতি শমী কায়সার এসব দাবি জানান।

ই-ক্যাব সভাপতি বলেন, ‘২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্মার্ট বাংলাদেশের সংকল্পকে প্রাধান্য দেওয়ায় সাধুবাদ জানাই। স্মার্ট বাংলাদেশ এর জন্য প্রয়োজন স্মার্ট অর্থনীতি ও স্মার্ট বাণিজ্য। দেশের সব ট্রেডিশনাল ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ই-কমার্স এ ট্রান্সফর্ম করার জন্য প্রয়োজন আইটি ইনফাস্ট্রাকচার। সে জন্য আইটি ও সফটওয়্যার খাতকে ২০৩১ সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়ার জন্য ই-ক্যাবসহ আইসিটি সংগঠনগুলো দাবি জানিয়ে এসেছে। যা এবারের বাজেটে ৩ বছরের জন্যে প্রস্তাবিত হয়েছে, বিশেষ করে ই-ক্যাব প্রস্তাবিত ই-লার্নিং ও ই অ্যাপ্লিকেশন এর ওপর কর অব্যাহতি রাখায় এই খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। তবে পুরো ডিজিটাল ইন্ডাস্ট্রির ব্যাকবোন ও গুরুত্বপূর্ণ অংশ ওয়েবসাইট হোস্টিং ও ক্লাউড সার্ভিস কেউকে কর অব্যাহতির আওয়াত নিয়ে আসার দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানসমূহের কার্যক্রমে স্বচ্ছতা, দায়বদ্ধতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠাকল্পে বিজনেস আইডেন্টিটি প্ল্যাটফর্ম (ডিবিআইডি) ইক্যাবের জোরালো প্রস্তাবনা ছিল। এরইমধ্যে এটি চালু হলেও ডিজিটাল কমার্স সেক্টরের পৃথক কোনো কর্তৃপক্ষ না থাকায় ডিবিআইডি গ্রহণে ই-কমার্স প্রতিষ্ঠানসমূহকে এখনো ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়াও ডিবিআইডি এর কার্যকারিতাও এখনো স্পষ্ট হয়নি। এ ছাড়াও ভোক্তা অধিকার রক্ষায় ইক্যাব এর প্রস্তাবিত সেন্ট্রাল কম্পলায়েন্স ম্যানেজমেন্ট সিস্টেম এর পাইলটিং পরবর্তী ব্যাপক জনসচেতনতা তৈরি প্রয়োজন।’

লজিস্টিক প্রতিষ্ঠানকে কর অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে ই-ক্যাব সভাপতি বলেন, ‘ই কমার্স এর গুরুত্বপূর্ণ অংশ স্মার্ট লজিস্টিকস। এ বিষয়ে সরকারের জাতীয় লজিস্টিক নীতি প্রণয়নে ই-ক্যাব সার্বিকভাবে সহযোগিতা করেছে। তবে এই নীতিমালার বাস্তবায়নে স্মার্ট লজিস্টিকস প্রতিষ্ঠানসমূহকে ন্যূনতম পাঁচ বছর কর অব্যাহতি দেওয়া প্রয়োজন এবং গ্রামীণ পর্যায়ে ও ক্রস বর্ডার ই-কমার্স সম্প্রসারণে স্মার্ট পোস্ট অফিস এর পাশাপাশি স্মার্ট লজিস্টিক্স প্রতিষ্ঠানসমূহকে ডাক মাশুল থেকেও অব্যাহতি দেওয়া প্রয়োজন। সর্বোপরি প্রস্তাবিত বাজেটে লজিস্টিক খাতকে অগ্রাধিকার খাত ঘোষণা করায় স্মার্ট লজিস্টিক প্রতিষ্ঠানসমূহ এর ওয়্যারহাউজ ও ট্রাস্পোর্টেশন এর ওপর প্রযোজ্য ভ্যাট মওকুফ করার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘প্রস্তাবিত বাজেটে ক্যাশলেস পেমেন্টকে বিভিন্নভাবে উৎসাহিত করা হলেও পেমেন্ট গ্রহণে ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহকে পেমেন্ট চার্জ প্রদান করতে হয়, তাই ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে এই সেক্টরে পেমেন্ট চার্জ সমমানের ন্যূনতম দুই শতাংশ ক্যাশ ইন্সেটিভ প্রদানের দাবি জানাচ্ছি। এ ছাড়াও শিক্ষা ও চিকিৎসাখাতে ক্যাশলেস পদক্ষেপ এর ওপর বিশেষ দৃষ্টি দিতে হবে যা সামগ্রিক পর্যায়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সহজ করবে।’

সারাবাংলা/ইএইচটি/একে

ই-ক্যাব টপ নিউজ ভ্যাট শমী কায়সার


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সালমান শাহ্‌কে হারানোর ২৮ বছর
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৪

সম্পর্কিত খবর