২০২৪-২৫ অর্থবছরের বাজেট ইতিবাচক: রওশন
৮ জুন ২০২৪ ২১:০৮
ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বলেছেন, বাজেট প্রণয়ন নয়, প্রণীত বাজেট বাস্তবায়নে সরকার কতটা দক্ষতার পরিচয় দিতে পারে, তাই এখন দেখার বিষয়। আপাতত দৃষ্টিতে বাজেট ইতিবাচক হলেও আরও পর্যবেক্ষণ করতে হবে।
শনিবার (৮ জুন) রাজধানীর গুলশানে নিজ বাসভবনের কার্যালয়ে জাপার প্রেসিডিয়ামের প্রথম বৈঠকের শুরুতে বাজেট প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
রওশন এরশাদ বলেন, ‘এ যাবৎ কালের সর্ববৃহৎ বাজেট পেশ করা হয়েছে। দেশকে এগিয়ে নিতে বাজেটের আয়তন বড় করতেই হবে। হয়তো আগামীতে আরও বড় বাজেট দেখা যাবে।’
তিনি বলেন, ‘জাপা বিরোধী অবস্থানে আছে বলেই বিরোধিতার জন্য বুঝে না বুঝেই বিরোধিতা করতে হবে- এ নীতিতে বিশ্বাসী নয় তার দল।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘তার দলও সরকারে ছিল এবং বাজেট প্রণয়ন করেছে। কোনো সরকার দেশ ও জনগণের স্বার্থ পরিপন্থী কোনো বাজেট প্রণয়ন করে না। দেখতে হবে প্রণীত বাজেট বাস্তবায়নে সরকার কতটা দক্ষতার পরিচয় দিতে পারে?’
রওশন এরশাদ বলেন, ‘দেশের সার্বিক বিরাজমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলার মতো সবার কাছে গ্রহণযোগ্য বা মনোপুত জাতীয় বাজেট প্রনয়ন করা খুবই কঠিন কাজ। বাজেট প্রনয়নে সরকারের আন্তরিকতার পরিচয় দেখা গেছে বলে মনে করেন সাবেক এই বিরোধী দলীয় নেতা।
তিনি বলেন, ‘আরও সময় নিয়ে বাজেট গভীরভাবে পর্যালোচনা করতে হবে। দেশ ও জনস্বার্থের কথা চিন্তা করে বাজেট বাস্তবায়নে দলীয় পরামর্শ সরকারের কাছে তুলে ধরা হবে।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিরাজ করছে। বাংলাদেশও সেই সমস্যার বাইরে নয়। তার ওপর ঘুষ-দুর্নীতি, বেকারত্ব, স্বাস্থ্যসেবা সমস্যা ও পরিবেশগত বিপর্যের মুখোমুখি হতে হচ্ছে বার বার। এসব সমস্যা সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে।’
রওশন এরশাদ আশা করে বলেন, ‘বাজেট পাসের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বেকার সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ, গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া এবং ঘুষ ও দুর্নীতি প্রতিরোধে সরকারকে আরও কঠোর হতে হবে।’
তিনি বলেন, ‘২০২৪-২৫ অর্থবছরের জন্য যে বিশাল বাজেট প্রণীত হয়েছে- সেটা যেন জনগণের কল্যাণ ও দেশবাসীর জন্য বাস্তবায়িত হয়।’ এ সময় দুর্নীতি সম্পূর্ণ নির্মূল করার প্রত্যাশা ব্যক্ত করেন বেগম রওশন এরশাদ।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম