Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিবিরবাগিচায় প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৪ ২২:৪৪

ঢাকা: রাজধানীর যাত্রবাড়ীর বিবিরবাগিচা এলাকায় প্রাইভেটকার ধাক্কায় লিপি আক্তার (৪০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় হাবিবা (৩) নামে তার মেয়ে আহত হয়।

শনিবার (৯ জুন) রাত ৮টার দিকে বিবিরবাগিচা চার নম্বর গেটে ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা মো. বিল্লাল জানান, রাতে বিবিরবাগিচা চার নম্বর গেটে মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। এ সময় একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের দু’জনকে ওই প্রাইভেটকারে করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

ওই নারীর ফুফাতো বোন রেখা আক্তার বলেন, ‘তারা যাত্রাবাড়ী কাজলারপাড় এলাকার স্থানীয় বাসিন্দা। তবে বর্তমানে একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন। বাবার নাম ছামেদ মিয়া। দুই ছেলে এক মেয়ের মা ছিলেন তিনি। তবে মানসিক ভারসাম্যহীন ছিলেন।’

তিনি আরও বলেন, ‘লিপির স্বামী বাস চালক জলিল মিয়া তিন/চার বছর আগে অন্যত্র চলে যায়। কাজলারপাড়ের বাসায় লিপি মা রাহিমা বেগমের সঙ্গে থাকতো। লিপি কোনো কাজ করতো না। তার মা বাসা বাড়িতে কাজ করে সংসার চালায়। রাতে চার বছরের মেয়েকে কোলে নিয়ে আমাদের বাসায় আসছিল। পথে দুর্ঘটনার শিকার হয়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহাকরী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শিশুটিকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাইভেটকার চালক হাফিজুল ইসলাম সবুজকে ক্যাম্পে রাখা হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ধাক্কা নারী নিহত প্রাইভেটকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর