বিশ্বকাপে সর্বনিম্ন রানের রেকর্ডে ডাচদের পাশে উগান্ডা
৯ জুন ২০২৪ ১১:০৭
আগের ম্যাচেই পাপুয়া নিউগিনির বিপক্ষে দারুণ এক জয়ে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম ঐতিহাসিক জয় তুলে নিয়েছিল উগান্ডা। পরের ম্যাচেই অবশ্য লজ্জার রেকর্ডের সাক্ষী হতে হলো তাদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩৯ রানে অলআউট হয়ে নেদারল্যান্ডসের সাথে যৌথভাবে টি-২০ বিশ্বকাপের সর্বনিম্ন রানের রেকর্ড এখন উগান্ডারও।
আরও পড়ুন- ৩৯ রানে অলআউট হয়ে উগান্ডার লজ্জার রেকর্ড
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্পিনার আকিল হোসেনের ৫ উইকেটের সুবাদে ৩৯ রানেই গুটিয়ে যায় উগান্ডা। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এটিই সর্বনিম্ন স্কোর। তাদের সাথে যৌথভাবে এই তালিকার শীর্ষে আছে নেদারল্যান্ডস। ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে ৩৯ রানে গুটিয়ে গিয়েছিল তারা। প্রায় ১০ বছর এককভাবে এই লজ্জার রেকর্ড বয়ে বেড়াচ্ছিল ডাচরা। আজ উগান্ডাকে পাশে পেলেন তারা।
এই তালিকায় দ্বিতীয় স্থানেও আছে নেদারল্যান্ডস। ২০২১ সালে শারজাহতে শ্রীলংকার বিপক্ষে ৪৪ রানে অলআউট হয় ডাচরা। ২০২১ সালেই দুবাইতে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫ রানে গুটিয়ে গিয়ে এই তালিকার তৃতীয় স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ।
২০২৪ সালের এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ৫৮ রানে অলআউট হয়েছিল উগান্ডা। এটি বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন স্কোর।
এমন লজ্জার রেকর্ডের পর উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা বলছেন, এই হার থেকেও শিক্ষা নিতে হবে তাদের, ‘আমাদের জন্য কঠিন একটা দিন ছিল। সব বিভাগেই আমরা খারাপ করেছি। আমাদের ব্যাটিং ইউনিটকে আরও ভালো করতে হবে। বোলিংয়ে আমরা ভালোই করেছি। আশা করি সামনের ম্যাচে ভালো করবে দল। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা ভালো কিছু করেই বাড়ি ফিরতে চাই। সমর্থকদের ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।’
সারাবাংলা/এফএম